রম্য রচনা
______________________________________________________
আমি কানাডা আসার পর স্থানীয় কয়েকটি ম্যাগাজিন এবং কাগজের জন্য বেশ কিছু রম্য রচনা ধরনের লেখা লিখেছিলাম। সবগুলো গুছিয়ে রাখিনি। যা ছিল এখানে তুলে দিলাম। এখানে উল্লেখ্য যে আমার সমস্ত বাংলা লেখা ছদ্মনাম শুজা রশীদ ব্যাবহার করে লেখা।